Search
Close this search box.

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া : রিকি পন্টিং

স্পোর্টস রিপোর্টার ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমবার স্বল্প ওভারের বিশ^কাপে জিততে পারে। সংযুক্ত আরব আমিরাতে হয় বিশ^কাপ। এবার তো টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়াতেই। নিজেদের দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে স্বাভাবিকভাবেই ফেভারিট থাকবে অস্ট্রেলিয়া। ফাইনালে খেলবে এবং চ্যাম্পিয়নও হবে অস্ট্রেলিয়া। সাথে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ থাকবে ভারত। ভারতকে হারিয়েই বিশ^কাপ জিতবে অস্ট্রেলিয়া। এমনটিই বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক সফল অধিনায়ক রিকি পন্টিং।

আইসিসির দ্য রিভিউ অনুষ্ঠানে পন্টিং বলেছেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের ঘরের মাঠের কন্ডিশন পক্ষে থাকবে। এ কারণেই গতবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতাটা অসাধারণ না হলেও বেশ মধুর।’ সাথে যোগ করেন, ‘ব্যাপারটা হলো, আমার মতো অনেকেই ভেবেছিল, আইপিএলের পর সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে হয়তো অস্ট্রেলিয়ার জেতা সহজ হবে না। তবে তারা ঠিকই একটা রাস্তা বের করে ফেলেছে।’

অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন পন্টিং। তাহলে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ থাকবে কোন দল? পন্টি বলেন, ‘আমার মনে হয়, অস্ট্রেলিয়া ও ভারত ফাইনালে খেলবে। আমাকে বলতেই হচ্ছে, অস্ট্রেলিয়া তাদের হারাবে।’

অস্ট্রেলিয়া, ভারত ছাড়া ইংল্যান্ডকেও এগিয়ে রাখছেন পন্টিং। বলেছেন, ‘আমার আসলেই মনে হয়, ইংল্যান্ডের সাদা বলের দলটা দুর্দান্ত। খাতা-কলমে সবচেয়ে বেশি ক্লাস ও ম্যাচজয়ী আছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডেই।’ পাকিস্তানকে চ্যাম্পিয়ন হওয়ার তালিকায় রাখতে চান না পন্টিং। বলেছেন, ‘যদি বাবর (আজম) দুর্দান্ত এক টুর্নামেন্ট না কাটাতে পারে, তাহলে আমার মনে হয় না তারা জিতবে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ