স্পোর্টস রিপোর্টার ॥ বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে বাংলাদেশের সেরা নৈপুন্য দেখিয়েছেন আশিকুর রহমান তাজ। তিনি পঞ্চম হয়েছেন। ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১১ কেজি তুলেছেন আশিকুর। এরআগে কখনোই বাংলাদেশের কোন ভারোত্তোলক কমনওয়েলথে পঞ্চম হতে পারেননি। হামিদুল ইসলাম, মোল্লা সাবিরা সুলতানা ও মাবিয়া আক্তার সীমান্ত এর আগে সর্বোচ্চ ষষ্ঠ স্থান পেয়েছিলেন।
এই ইভেন্টের স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি মিলিয়ে মোট ২১১ কেজি তোলেন আশিকুর। সব মিলিয়ে ২৪৯ কেজি তুলে গেমসের রেকর্ড গড়ে সোনা জিতেছেন মালয়েশিয়ার মোহামাদ অনিক বিন কাসদান। ভারতের সংকেত মহাদেব ২৪৮ কেজি তুলে রুপা এবং শ্রীলঙ্কার দিলাঙ্কা ইসুরু কুমারা ২২৫ কেজি উত্তোলন করে পেয়েছেন ব্রোঞ্জ।
বাংলাদেশের ভারোত্তোলক হিসাবে ৫৫ কেজি ওজন শ্রেনিতে পঞ্চম হওয়ার মধ্যেও প্রাপ্তি আছে তাজের। ২০০৬ সালে মেলবোর্নের আসরে ৫৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের একরামুল হক স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১৮ কেজি তুলেছিলেন; ১৪ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন অষ্টম। সব ওজন শ্রেণি মিলিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের কোনো ভারোত্তোলক পঞ্চম হননি আগে কখনও। আশিকুরই সেই হিসেবে সেরা নৈপুন্য দেখান।
এরআগে টেবিল টেনিসেও বাংলাদেশ নতুন ইতিহাস গড়েছিল। প্রথমবার গেমসে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। ছেলেদের টেবিল টেনিস ডাবলসে বাংলাদেশের মোহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান বম এ ইতিহাস গড়েন। ভারোত্তোলকেও ইতিহাসই হলো। প্রথমবার পঞ্চম হলেন আশিকুর।