Search
Close this search box.

করোনা পজিটিভ হলেও অংশ নেওয়া যাবে কমনওয়েলথে

করোনা পজিটিভ হলেও অংশ নেওয়া যাবে কমনওয়েলথে

স্পোর্টস রিপোর্টার ॥ কমনওয়েলথ গেমসের পর্দা উঠে গেছে। প্রথমদিনের খেলাও হয়েছে। দীর্ঘ ২০ বছর পর ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হয়েছে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। এ আসরে একটি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা পজিটিভ হলেও গেমসে অংশ নেওয়া যাবে।

প্রতিযোগিতার শুরুতেই বড় দুঃসংবাদ পেয়েছিল অস্ট্রেলিয়া। দেশটির আনেন বর্শা নিক্ষেপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কেলসেলি বারব করোনা পজিটিভ হয়েছেন। দুঃসংবাদ মেলার পরই যেন সুসংবাদও মিলে গেল। করোনা পজিটিভ হলেও অংশ নেওয়া যাবে কমনওয়েলথ গেমসে। তাই কোভিড হলেও আসর থেকে ছিটকে পড়েননি কেলসেলি। স্বাভাবিকভাবে করোনা পজিটিভ হলে যে কোনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায় খেলোয়াড়রা। তবে কমনওয়েলথের ক্ষেত্রে সেটা হচ্ছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড পজিটিভ হওয়ার পরও যদি খেলোয়াড়রা সুস্থ অনুভব করে তাহলে তারা নিজের ইভেন্টে অংশ নিতে পারবেন।

আগামী ৭ আগস্ট মেয়েদের বর্শা নিক্ষেপের ফাইনাল হবে। তাই কয়েকদিন সময় পাচ্ছেন অসি তারকা। এর মধ্যে সুস্থ হয়ে উঠলেই তিনি নিজের ইভেন্টে অংশ নিতে পারবেন। সংবাদমাধ্যম ‘স্পোর্টিংনিউজ’ বলছে, কোনো অ্যাথলিট করোনায় আক্রান্ত হওয়ার পর যদি কোনো লক্ষণ দেখা না যায় তাহলে সে ইভেন্টে অংশ নিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ