Search
Close this search box.

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে

মিথুন আশরাফ ॥ বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসর কমনওয়েলথ গেমস। গেমসের পর্দা উঠেছে। ১৯৩০ সালে প্রথমবার এই গেমস আয়োজিত হয়েছিল। ইংল্যান্ডের বার্মিংহ্যামে বসবে এবারের আসর, ২২তম আসর।

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে

এবারের গেমসে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিসে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ দল এরই মধ্যে বার্মিংহ্যামে পৌঁছেছে। কমনওয়েলথ গেমসে এবারই প্রথম ক্রিকেট থাকছে। বাংলাদেশ অংশ নিচ্ছে না।

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে

বাংলাদেশ দলের ক্রীড়াবিদ হলেন, হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন (বক্সার), শিশির আহমেদ, আবু সাঈদ রাফি (জিমন্যাস্ট), আসিফ রেজা, সুকমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার (সাঁতারু), মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান (ভারোত্তোলক), মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ (টেবিল টেনিস)।

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে

মোট ৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো, সাঁতার অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বক্সিং, টি-টোয়েন্টি ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি। ১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যানচেস্টারের পর তৃতীয়বার ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস আয়োজন হতে চলেছে।

কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে

১৯৩০ সালে হ্যামিলটনে শুরু হওয়া এই গেমসে এরই মধ্যে আভিজাত্যের লেবাস লেগেছে। ওই বছরই শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল। কালের পরিক্রমায় গেমসের ২১তম আসরের সফল সমাপ্তি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে দুবার আলোর মুখ দেখেনি এই গেমস। কমনওয়েলথ গেমস আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক। শুধু খেলাধুলা নয়, মানবতার জয়গান গাওয়া হচ্ছে কমনওয়েলথ পরিবারে। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স চার্লসের হাতে ঐতিহ্যবাহী কুইন্সব্যাটন তুলে দেওয়া হয়েছে। এরমধ্যে দিয়ে কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ