স্টাফ রিপোর্টার : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় স্টার্টআপ বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে বলেন এ কোম্পানী ২০২৫ সালের মধ্যে ৫০০ কোটি টাকা দেশের স্টার্টআপ গুলোর মধ্যে বিনিয়োগ করবে। তিনি বলেন ইতোমধ্যেই ৫০ কোটির বেশি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছ ।
প্রতমন্ত্রী রাজধানীর হোটেল শেরাটনে শেয়ারট্রিপকে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানীর এর পক্ষ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা ও শেয়ারট্রিপ এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
আইসিটি প্রতিমন্ত্রী শেয়ারট্রিপের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বলেন ভবিষ্যতে বাংলাদেশের এই ওভারসিস ট্রাভেল এজেন্সি (ওটিএ) বিশ্বমানের ট্রাভেল এজেন্সি হয়ে উঠবে ।
তিনি আরও বলেন, দেশের ওটিএ বাজারের ১৫ শতাংশ দখল করে সফল স্টার্টআপ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে শেয়ারট্রিপ। শেয়ারট্রিপ আন্তর্জাতিকভাবে সফল একটি ট্রাভেল এজেন্সি হিসেবে তাদের অর্জিত সুনাম অক্ষুন্ন রাখবে।
প্রতিমন্ত্রী শেয়াট্রিপের সফল ও মেধাবী স্টার্টআপ ফাউন্ডারদের সবরকম সাহায্য করতে পাশে থাকবে
আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি। আর এর অংশ হিসেবেই আজ তাদের ৫ কোটি টাকা বিনিয়োগ প্রদান করা হয়েছ বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ ও শেয়াট্রিপের কো ফাউন্ডার সাদিয়া হক বক্তৃতা করেন । পরে সেরা পারফরম্যান্সের জন্য টুরস এন্ড ট্রাভেলস ক্যাটাগরিসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে
শেয়াট্রিপ এওয়ার্ড প্রদান করা হয়। শহিদুল আলম মজুমদার, জনসংযোগ কর্মকর্তা, আইসিটি বিভাগ।