স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের মূল্যস্ফীতি কমাতে আরও ৮ মাস সময় লাগবে। তিনি জানান, এক বছরের আগে মূল্যস্ফীতি কমানো কঠিন হলেও সরকারের নানা উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি ছাড়াও এলসি খোলা ও শুল্ক শিথিলকরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যা আগামী ৫ থেকে ৬ শতাংশে মূল্যস্ফীতি নামিয়ে আনার দিকে এগিয়ে যাবে।
এছাড়া ব্যাংক খাতে চলমান সমস্যার বিষয়ে তিনি বলেন, ব্যাংক খাত বিগত সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এক ব্যাংকের ২৭ হাজার কোটি টাকার এসেট এক পরিবার ২৩ হাজার নিয়েছে সেখানে আমার হাতে ম্যাজিক নেই। তবে কোনো ব্যাংক বন্ধ হবে না; বরং দ্রুত সব সমস্যার সমাধান হবে।