স্টাফ রিপোর্টার \ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে প্রক্সি দিতে এসে আবির নামে একজন আটক হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছে। আবির ঢাবির জসিম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিল।
শনিবার জবির নতুন একাডেমিক ভবন থেকে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন তাকে আটক করেন।
এসময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশে সোপর্দ করেন।
আটক আবির ‘বি’ ইউনিটে আবেদন করা সেজান মাহফুজ নামে একজনের হয়ে পরীক্ষা দিতে যায়। সেজানের রোল নম্বর ৩০৯৯৭৬। তার পিতার নাম আব্দুল বারী ও মাতার নাম মাহফুজা বেগম। সে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে।
জবির প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আইডি কার্ডের সঙ্গে মিল না পাওয়ায় আবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনবে বলে আশা করছি। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্মে না জড়ান।