Search
Close this search box.

শেখ হাসিনার নেতৃত্বে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখা হবে : মেয়র তাপস

১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়ের পর সব দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখা হবে বলে মন্তব্য করেছেন। শুক্রবার বিকালে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২২ এর অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল’ পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় উদ্বোধকের বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে সারাবিশ্বের মধ্যে একটি উদার নজির। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব এর সূচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই নজির সৃষ্টি করে – বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে একটি ধর্ম নিরপেক্ষ দেশের রোল মডেলে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। ঢাদসিক মেয়র এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে ঢাদসিক মেয়র প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ