Search
Close this search box.

সবার প্রিয় নায়করাজ

সবার প্রিয় নায়করাজ

সব্যসাচী দাশ : আজ নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যু বার্ষিকী। ২০১৭ সালে এই দিনে ঢাকাই সিনেমার সূর্য অস্তে যায়। নায়করাজ রাজ্জাক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের আলোকিত নক্ষত্র। জীবিকার তাগিদে ভাগ্যান্বষণে সীমানার ওপার থেকে এসেছিলেন, তিনি। পরিবার নিয়ে বেচেঁ থাকার জন্য তাঁর মূলধন ছিল অভিনয় দক্ষতা। সেই শক্তি কাজে লাগিয়ে আমাদের চলচ্চিত্র শিল্পের অপরিহার্য হয়েছেন রাজ্জাক। মৃত্যুর পরও তিনি সমসাময়িক। আজও তাকে স্মরণ করেন দেশের বর্তমান সময়ের নন্দিত অভিনয় শিল্পীরা। আজকের দিনটা স্মৃতিতে সজীব রাখতে সুপারস্টার শাকিব খান নায়করাজ রাজ্জাকে শ্রদ্ধাভরে স্মরণ করে দু’কথা তার ফেসবুকে লিখেছেন এই বলে- ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। ’নায়ক রাজ্জাকের আত্মার শান্তি কামনা করে ওই পোস্ট লেখেন তিনি। শাকিব লেখেন, ‘আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ। ’ এদিকে একসঙ্গে বহু সিনেমায় সহশিল্পীর অভিনয় করেছেন, ঢাকাই সিনেমার একসময়ের তুখোড় নৃত্য এবং অভিনয় শিল্পী অঞ্জনা রাজ্জ্বাককে স্মরণ করে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্রের পরিপূর্ণ একটি অধ্যায় তিনি। যাকে ঘিরে আবর্তিত হয়েছে কয়েক যুগ। বাংলা চলচ্চিত্র সমৃদ্ধশালী হয়েছে যার পরিশ্রম, সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায়। বাংলা চলচ্চিত্রে আপনার (রাজ্জাক) অবদান সর্বশ্রেষ্ঠ ও চিরস্মরণীয়। আপনিই একমাত্র নায়ক যার অবস্থান ৫০ বছরের বেশি সময় ধরে খ্যাতির সর্বোচ্চ আসনে দীপ্তময় সূর্যের ন্যায় সমুজ্জ্বল ছিল। এককথায় আপনি অনন্য, আপনি মহান শিল্পী। বাংলা চলচ্চিত্র আপনার কাছে চিরঋণী। ’ ‘অশিক্ষিত’, ‘আশার আলো’, ‘সেতু’, ‘সানাই’, ‘রাজার রাজা’, ‘জিঞ্জির’, ‘আনারকলি’, ‘প্রতিশোধ’, ‘বিধিলিপি’, ‘সোনার পালঙ্ক’ ও ‘অংশীদার’সহ অসংখ্য সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রাজ্জাক-অঞ্জনা।

এদিকে রাজ্জাককে স্মরণ করে এই প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক লেখেন, ‘রাজাবিহীন রাজ্যে আজ ধ্বংসের খেলা চলছে! আপনার রাজ্যের সুনাম আমরা প্রতিনিয়ত নষ্ট করছি জনাব! কিন্তু জনাব, চিন্তা করবেন না; এখানে নিশ্চয়ই আবার ভালোবাসার খেলা হবে! আর জান্নাত থেকে আপনি হাসবেন। ’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিপূণ আকতার রাজ্জাকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিপুণ আরো লেখেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃ প্রতিম অভিভাবক নায়করাজ রাজ্জাক আংকেলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে কীর্তিমান কালপুরুষ ওপারে ভালো থাকুন, পরম প্রভুর চিরশান্তির ছায়াতলে। ’ ‘জমিদার বাড়ীর মেয়ে’, ‘পিতার আসন’, ‘মা বড় না বউ বড়’ ও ‘বাপ বড় না শ্বশুর বড়’ মতো আলোচিত সিনেমায় রাজ্জ্বাকের সহশিল্পী ছিলেন নিপূণ। অরুণা বিশ^াস লিখেছেন ‘নায়ক রাজ রাজ্জাক

আপনি নেই আমাদের আর কে আছে? আপনার মতো কেউ নেই। প্রণাম’ কথা প্রসঙ্গে এই শিল্পী তার অভিনয় জীবনে সব সময় ঋণস্বীকার করেছেন নায়করাজ রাজ্জাকের প্রতি।

প্রয়াণ দিবসে এই মহান শিল্পীকে তাঁর সমসাময়িক এবং হালের শিল্পীর প্রাণভরে স্মরণ করছেন। আজও বহুশিল্পী কৃতজ্ঞচিত্রে তাঁকে হৃদয়থেকে ধারণ করে। অন্যদিকে সাধারণ দর্শকতো হয়তো জানেন-ই না যে, তাদের রাজ্জাক সাহেব শরীরে মারা গেছেন, তিনি যে সবার প্রিয় নায়করাজ!

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ