স্পোর্টস রিপোর্টার : এ মুহুর্তে দেশে তেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম নিয়েই চলছে আলোচনা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও এশিয়া কাপের উদ্দেশ্যে সংবাদ সম্মেলনে তেল, গ্যাসকেই সামনে তুলে ধরে দলের অবস্থা বোঝানোর চেষ্টা করেছেন। তিনি বলেছেন, তেল নেই, গ্যাস দিয়েই চালাতে হবে। তার মানে দলে যা আছে, তা দিয়েই চলতে হবে। তা দিয়েই ভালো কিছু বের করে আনতে হবে।
এশিয়া কাপ শুরু হতে আর চারদিন বাকি আছে। ২৭ আগস্ট শুরু হবে এ টুর্নামেন্ট। শেষ হবে ১১ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে হবে খেলা। এবার টি-টোয়েন্টি বিশ^কাপকে সামনে রেখে স্বল্পওভারের ফরমেটেই হবে খেলা। গ্রুপ পর্বে ৩০ আগস্ট শারজায় আফগানিস্তান ও ১ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্বেই এবার খেলতে নামবে বাংলাদেশ। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশও ছাড়বেন ক্রিকেটাররা।
নেতৃত্ব পাওয়ার পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। তিনি বলেন, ‘এখন আমার কাছে তেল নেই, তেল দিয়ে কী করতে পারি সেটি চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করা যাবে সেটি বোঝা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের শক্তিমত্তার ঠিকঠাক ব্যবহার করতে পারি, আমি বিশ্বাস করি আমরা ভালো দল।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে আমূল পরিবর্তনের ভাবনা নেই সাকিবের। দুই মাস সময়ের পুরোটা কাজে লাগিয়ে যতটা সম্ভব দলের উন্নতি করতে চান বাংলাদেশ অধিনায়ক। সাকিব বলেন, ‘(টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে) আমাদের কাছে এখন দুই-আড়াই মাস সময় আছে। এখন দেখার বিষয়, এই সময়ের মধ্যে কতটুকু উন্নতি করতে পারি। কিছু বিষয় আমাদের পক্ষে থাকবে না, ইনজুরির সমস্যাও আছে। এটা সবসময়ই হবে, সবকিছু পক্ষে থাকবে না। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি সেটিই গুরুত্বপূর্ণ।’
সাকিব আরও বলেন, ‘আমি বলছি না যে, খেলার ধরনটা খুব একটা বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীরটা বড় করে ফেলতে পারব না। তবে আমাদের হাতে যে শক্তিসামর্থ্য রয়েছে, সেটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’ সাকিব বলেন, ‘আমরা এখন ছোট বাচ্চা নই যে সব শিখিয়ে দিতে হবে। আমাদের রিসোর্সগুলো ব্যবহার করতে পারলে আমরা এশিয়া কাপে ভালো করতে পারব।’
মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম দলের গুরুত্বপুর্ন সদস্য। দুইজনকে নিয়ে সাকিব বলেন, ‘উনারা দুজন খুবই ইম্পর্ট্যান্ট পার্ট এই সিস্টেমের। উনারা এটা সম্বন্ধে অবগত। উনারা জানে উনাদের দায়িত্বটা কী, উনাদের চ্যালেঞ্জ গুলো কী। উনারা জানে, কোন সিচুয়েশনে উনারা আছেন। আমার আলাদা করে কিছু বলার নাই। উনারা এতদিন ধরে খেলার পরে উনারা খুব ভালো করে পুরো সিচুয়েশন সম্বন্ধেই সচেতন। আমরাও জানি আমরাও কি আশা করছি উনাদের থেকে। আর যেটা বলেছি, উনারা অনেক ইম্পর্ট্যান্ট আমাদের সিস্টেমের জন্য।’