Search
Close this search box.

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৪৫-এ পাঁ দিল বিএনপি। ১৯৭৮ সালের এই দিনে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দলটির যাত্রা শুরু হয়। এখন দলটির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া। তার ছেলে তারেক জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিগত ১৪ বছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। দলীয় প্রধান বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে থাকার পর শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। নতুন নির্বাচনের দাবি আদায় করার চেষ্টা চালিয়েই যাচ্ছে বিএনপি। দল গোছানোর কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে পথ হাঁটছে দলটি।

বর্তমানে দলটির সামনের বড় চ্যালেঞ্জ হলো ঐক্য ধরে রাখা। ২০২৩ সালে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আদায় করা। এরই লক্ষ্যে নিজেদের দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে সারা দেশে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সমমনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও একদফা সংলাপ শেষ হয়েছে।

যার ধারাবাহিকতায় বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামের নেতারা একটি ‘রোডম্যাপ’ তৈরি করেছেন। সেই মোতাবেক দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগও করা হচ্ছে। পাশাপাশি নিরপেক্ষ সরকারের একটি রূপরেখা প্রকাশ করবে বিএনপি। পর্যায়ক্রমে নিরপেক্ষ ও সবার কাছে জাতীয় নির্বাচন আদায়ে ‘কার্যকরী’ আন্দোলনে যাওয়ার পরিকল্পনায় মাঠে নেমেছেন নেতারা। তবে এবার আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ভুল পথে হাঁটবে না বিএনপি। যুগপৎ আন্দোলনের খাতিরে জাতীয় ঐক্য গড়ার চেষ্টা করছে দলটি। তবে ভোটের ক্ষেত্রে এবার আলাদা জোট করবে না। দলের হাইকমান্ড থেকে এমনই সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

বিএনপি’র নেতাকর্মীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। সে লক্ষ্যে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি’র মনোনয়নের জন্য আবেদনকারীদের মাঠে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। সবাইকে দলীয় প্যাডে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠিও দেয়া হয়েছে। বলা হয়েছে, কর্মীদের নিয়ে মাঠে থেকে কাজ করতে। এ ছাড়া সারা দেশের তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে দ্রুততম সময়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশনাও দেয়া হয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আবারো রাজপথে সক্রিয় আন্দোলন গড়ে তোলাই দলের লক্ষ্য। এ ছাড়া ২০২৩ সালের নির্বাচন নিরপেক্ষ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও আদায় করার চেষ্টা হবে।

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে মির্জা ফখরুল বলেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই শুভদিনে আমি দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশের জনগণকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিএনপি দেশ ও মানুষের উন্নয়ন এবং বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে গভীরভাবে বিশ্বাস করে। বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের গতিশীল কার্যক্রম এবং নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার দৃষ্টান্ত এক অনন্য প্রেরণার সৃষ্টি করেছে।

তিনি বলেন, এই ঘোর দুর্দিনে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। আওয়ামী দুঃশাসনের ছোবলে চারদিকে মহা-আশঙ্কা পরিব্যপ্ত। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে নিয়ে জনগণের ওপর স্টিমরোলার চালাচ্ছে। খুন-খারাবি, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা এখন বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। এই সরকার হরণের খেলায় মেতে উঠেছে। সুতরাং গণতন্ত্রকে পুনরুদ্ধার করতেই হবে। দেশের বর্তমান এই ক্রান্তিকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ