Search
Close this search box.

শাওনের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে : মির্জা ফখরুল

১১ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির পদযাত্রা - মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার – বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচিতে সরকার গুলি চালিয়ে আমার ভাই শাওনকে হত্যা করেছে। শাওনের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নারায়ণগঞ্জের নবীনগর বাজারে শাওনের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানানোর পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার দীর্ঘ এক যুগ ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে। কোথাও সমাবেশ করতে দিচ্ছে না। প্রশাসন দিয়ে ১৪৪ ধারা জারি করানো হচ্ছে। তারপরও সরকারের অন্যায়ে বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাব।

শুক্রবার বেলা সোয়া বারোটার দিকে নারায়ণগঞ্জের ফুতুল্লা থানার নবীনগর বাজারে শাওনের বাড়িতে পৌঁছান বিএনপি মহাসচিব। শাওনের বাড়িতে গিয়ে তার মা ও দুই ভাইকে সান্ত্বনা দেন মির্জা ফখরুল।

এ  সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও ফতুল্লা থানা বিএনপির আহ্বাবায়ক জাহিদ হাসান রোজেলসহ অন্য নেতাকর্মীরা বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিল ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ