Search
Close this search box.

ভারত-পাকিস্তান আবার লড়াই আজ

ভারত-পাকিস্তান আবার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক – এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আবার চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই হবে। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরে দুই দলই মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮ টায় শুরু হবে।
এই ম্যাচটির আগে দুই দল গ্রুপ পর্বেও পরস্পরের বিপক্ষে খেলে। ম্যাচটিতে জিতে ভারত। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পর শেষ ওভারে, ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ভারত। আগে ব্যাটিং করে ১৪৭ রান করে পাকিস্তান। জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৮ রান করে জিতে ভারত।

দুই দলের মধ্যকার এশিয়া কাপে মোট ১৪বার লড়াই হয়। ১২ বার হয় ওয়ানডেতে। দুইবার হয় টি-টোয়েন্টিতে। ২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ হয়। সেবারও হারে পাকিস্তান। ৫ উইকেটেই হার হয়। এবারও পাকিস্তান গ্রুপ পর্বে ৫ উইকেটেই হারে। তবে ওয়ানডে ফরমেটের এশিয়া কাপে ৭ বার ভারত জিতে, ৫ বার জিতে পাকিস্তান। সেখানেও সবশেষ দুইবার ভারতই জয় পায়।

এখানে আরেকটি বিষয় আকর্ষনীয়। এশিয়া কাপে দুই দলের মধ্যকার শেষ তিনটি ম্যাচই হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০১৮ সালে দুটি ওয়ানডে ও এবার একটি টি-টোয়েন্টি হয় দুবাইয়ে। তিনটি ম্যাচই হারে পাকিস্তান। আজ দুই দলের মধ্যকার সুপার ফোরের লড়াইয়ে কী হবে?

সবশেষ টি-টোয়েন্টি বিশ^কাপে পাকিস্তান জিতেছিল। ভারতকে প্রথমবারের মতো বিশ্বকাপে হারাতে পেরেছিল। দুবাইয়েই খেলা হয়েছিল। মনে করা হয়েছিল, এবারও বুঝি পাকিস্তান জিতে যাবে। কিন্তু না, ১৪৭ রান করার পর জয়ের আশা তৈরী করেও হারে পাকিস্তান। শেষদিকে হার্দিক পান্ডিয়া খেলা ঘুরিয়ে দেন। তাতে বোঝা যায়, দুই দলের শক্তিমত্তাই সমান। জয় তো একটি দলের হবেই। তবে, গ্রুপ পর্বের খেলা উপভোগ্য হয়েছে। এবার সুপার ফোরের খেলাও একইরকম উত্তেজনা ছড়াবে, সেই আশাই করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ