স্পোর্টস রিপোর্টার – এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ১ উইকেটে হারিয়ে দিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ে ভারতের বিদায় নিশ্চিত হয়ে গেল। সেই সাথে এই ম্যাচ হেরে আফগানিস্তানেরও বিদায় নিশ্চিত হলো। তাতে করে ভারত ও আফগানিস্তানের বিদায় ঘটল। পাকিস্তান ও শ্রীলঙ্কা ফাইনালে উঠে গেল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টস জিতে পাকিস্তান। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আফগানিস্তান আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রান করে। ইবরাহিম জাদরান সর্বোচ্চ ৩৫ রান করেন। রশিদ খান অপরাজিত ১৮ ও আজমতুল্লাহ ওমরজাই অপরাজিত ১০ এবং ওপেনার হজরতুল্লাহ জাজাই ২১, রহমানুল্লাহ গুরবাজ ১৭, করিম জানাত ১৫ রান করেন। পাকিস্তান বোলারদের মধ্যে হারিস রউফ ২ উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ৪ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে জিতে পাকিস্তান। শাদাব খান ৩৬, ইফতিখার আহমেদ ৩০, মোহাম্মদ রিজওয়ান ২০, শেষে আসিফ আলী ১৬ রান করেন। জিততে পাকিস্তানকে অনেক বেগ পেতে হয়েছে। হারতে হারতে জিতেছে পাকিস্তান। শেষ ওভারে জিততে ৬ বলে ১১ রান দরকার ছিল। নাসিম শাহ (১৪*) দুই ছক্কা হাকিয়ে পাকিস্তানকে জেতান।
এশিয়া কাপে এবার ৬ দল অংশ নেয়। বাংলাদেশ ও হংকং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সুপার ফোরে চার দল ওঠে। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে ওঠে। এখনও সুপার ফোরের দুটি ম্যাচ বাকি আছে। ভারত ও আফগানিস্তান এবং পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলা বাকি আছে। এরআগে ভারত ও আফগানিস্তানের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপার ম্যাচে খেলা নিশ্চিত করে নিয়েছে। সুপার ফোরে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলছে। একটি দলের তিনটি করে ম্যাচ হবে। পাকিস্তান ও শ্রীলঙ্কা দুটি করে ম্যাচ জিতে নিয়েছে। আর ভারত এখনও জয় পায়নি। একই অবস্থা আফগানিস্তানেরও। ভারত ও আফগানিস্তান দুটি করে ম্যাচে হেরেছে। চার দলেরই আরও একটি করে ম্যাচ রয়েছে। তাতে ভারত ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে যে দলেই জিতুক, একটি জয় মিলবে। এরআগেই পাকিস্তান ও শ্রীলঙ্কার দুটি করে জয়ে ৪ পয়েন্ট হয়ে গেছে। ভারত ও আফগানিস্তানকে হারিয়েছে পাকিস্তান। আর ভারত ও আফগানিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কাও। তাতেই বিদায় ঘন্টা বেজেছে ভারত ও আফগানিস্তানের। পাকিস্তান ও শ্রীলঙ্কা রবিবার ফাইনালে লড়াই করবে।