Search
Close this search box.

চিকিৎসা নিতে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই – আইনমন্ত্রী

নির্বাচন নিয়ে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই - আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার – চিকিৎসা নিতে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই শর্তে মুক্তি দেওয়া হয়েছে। দুটি শর্ত স্বীকার করেই তিনি মুক্তি পেয়েছেন। তিনি অসুস্থ হলে আইন অনুযায়ী দেশেই (তাকে) চিকিৎসা নিতে হবে, বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই।

শর্তানুযায়ী, মুক্ত থাকার সময়ে খালেদা জিয়াকে ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে, তিনি বিদেশে যেতে পারবেন না। আইনমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের নতুন কোনো মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে না। আগের মামলায় তাদের যেসব নেতাকর্মী পালিয়ে ছিলেন তাদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় কালামপুর সাব-রেজিস্ট্রার অফিসের নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন আইনমন্ত্রী।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এরআগেও আইনমন্ত্রী বলেছিলেন, আমি কিন্তু বারবারই একটি কথা বলেছি, ৪০১ ধারায় যে ছয়টি উপধারা আছে, সেখানে পাস্ট অ্যান্ড ক্লোজ ট্রানজেকশনে আবার বিবেচনা করার কিন্তু কোনো সুযোগ নেই।

মন্ত্রী বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করলে সরকার বাধা দেবে না। তবে আন্দোলনের নামে কেউ জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হাতে দমন করবে, কাউকে ছাড় দেবে না। বর্তমানে মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতির প্রতি ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসেই একটি করে অভিযোগ বক্স বসানো হবে। সেবা নিতে আসা লোকজন যে কোনও বিষয়ে অভিযোগ করতে পারবেন। অভিযোগের বিষয়ে কর্মকর্তারাই তদারকি করবেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহিদুল আলম ঝিনুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ