Search
Close this search box.

নারী এশিয়া কাপে বাংলাদেশ-ভারত লড়াই

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন

স্টাফ রিপোর্টার – আর মাত্র আধঘন্টা বাকি। এরপরই দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দলের মধ্যকার লড়াই হবে।

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট আছে। বাংলাদেশ যদি জিততে পারে, তাহলে ৬ পয়েন্ট হবে। বাংলাদেশেরও তখন ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট হবে।

এরআগে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারালেও পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারে। এরপর আবার মালয়েশিয়াকে ৮৮ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরে। এখন শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এরআগে ভারত নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারানোর পর মালয়েশিয়াকে বৃষ্টি আইনে ৩০ রানে ও সংযুক্ত আরব আমিরাতকে ১০৪ রানে হারিয়ে টানা তিন জয় তুলে নেয়। তবে পাকিস্তানের কাছে ১৩ রানে হারে। এবার বাংলাদেশকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় সবার উপরে চলে যাবে ভারত। সবশেষ এশিয়া কাপে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও কী ভারতকে হারানো যাবে? নাকি ভারত প্রতিশোধ নেবে?

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ