Search
Close this search box.

বাংলাদেশ-পাকিস্তান লড়াই কাল

বাংলাদেশ-পাকিস্তান লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার – নারী এশিয় কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দলের মধ্যকার কাল লড়াই হবে। সকাল ৯ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল লড়াই করবে।

এ ম্যাচটির আগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির দল ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। মালয়শিয়াকে ৯ উইকেটে হারিয়েছে।

দুই দলই প্রথম ম্যাচে দারুণ খেলেছে। এখন দ্বিতীয় ম্যাচে এসে শক্তিমক্তার পরিচয় দিতে হবে। যদিও দুই দলের মধ্যকার ২০১৯ সালের অক্টোবরের পর আবার দেখা হচ্ছে। দীর্ঘ তিনবছর পর আবার দুই দল টি-টোয়েন্টিতে লড়াই করবে। এখন দলের অবস্থান দুই দলেরই অনেক বদলেছে। তবে খেলা বাংলাদেশের মাটিতে। পাকিস্তানকে এরআগে টানা ৬ ম্যাচে হারিয়েছেও বাংলাদেশ। তাতে করে বাংলাদেশই যে ফেভারিট থাকছে, তা নিশ্চিতই। এ টুর্নামেন্টে বাংলাদেশ আবার বর্তমান চ্যাম্পিয়নও।

এ টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, মালয়শিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত খেলছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছে। লীগ পর্বে খেলা হচ্ছে। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে খেলবে। ১১ অক্টোবর লীগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় যে চারটি দল উপরে থাকবে, তারাই সেমিফাইনালে খেলবে। ১৩ অক্টোবর দুই সেমিফাইনাল হবে। এরপর ১৫ অক্টোবর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। অষ্টম নারী এশিয়া কাপ হচ্ছে। এরমধ্যে এ নিয়ে চারবার টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ হচ্ছে। আর চারবার হয়েছে ওয়ানডে ফরমেটে এশিয়া কাপ। সবশেষ ২০১৮ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপ ছাড়া বাকি ৬ এশিয়া কাপে ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। এবারও আশা শিরোপা জেতা। সেই লক্ষ্যেই খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাল নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াইও করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ