Search
Close this search box.

কোহলির ‘ভুয়া’ ফিল্ডিংয়ে ৫ রান পেনাল্টি পেলেই জিতত বাংলাদেশ

কোহলির ‘ভুয়া’ ফিল্ডিংয়ে ৫ রান পেনাল্টি পেলেই জিতত বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে। অথচ ম্যাচটি জিততে পারত বাংলাদেশ। যদি বিরাট কোহলির ‘ভুয়া’ ফিল্ডিংয়ে ৫ রান পেনাল্টি পেত বাংলাদেশ। তাহলেই বাংলাদেশ জিতে যেত।

এ নিয়ে চলছে তুমুল আলোচনা। বাংলাদেশ ব্যাটসম্যানদের দুর্বলতার জায়গা ছিল। কারণ, তারা জেতার সুযাগ হাতছাড়া করেছেন। কিন্তু দুর্বলতার জায়গা থাকলেও ভারতের জয়ে হাত রয়েছে পক্ষপাতী আম্পায়ারদেরও। বৃষ্টির পর খেলার ভেজা মাঠেই টাইগারদের ব্যাট করতে হয়। সিঙ্গেল নিতে গিয়ে পড়ে যেতেও দেখা যায় লিটন কুমার দাসকে। ম্যাচশেষে বিরাট কোহলির ‘ফেক থ্রো’ নিয়েও অভিযোগ আনেন নুরুল হাসান সোহান। টাইগার উইকেটরক্ষকের অভিযোগ, ফেক থ্রো থেকে ৫ রান পেনাল্টি পেতে পারতো বাংলাদেশ।

ম্যাচশেষে ভেজা মাঠে খেলা নিয়ে কথা বলতে গিয়ে ভারতের ফেক থ্রোয়ের প্রসঙ্গ টানেন নুরুল হাসান সোহান। তিনি বলেন, ‘মাঠ যে ভেজা আপনারাও দেখছেন বাইরে থেকে, আমরাও দেখেছি। একটা ‘‘ফেক থ্রো’’ও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারতো। যেটা আমাদের দিকে আসতে পারতো। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’

সোহান নির্দিষ্ট কোনো ক্রিকেটারের নাম না বললেও ফেক থ্রোয়ের ঘটনাটি ঘটিয়েছেন বিরাট কোহলি। বৃষ্টি নামার আগে ৭ম ওভারের খেলা চলার সময় অক্ষর প্যাটেলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দিকে ব্যাট চালান লিটন। সেখানে ফিল্ডার ছিলেন আর্শদীপ সিং। তার থ্রো উইকেটরক্ষক দীনেশ কার্তিকের কাছে পৌঁছানোর আগেই ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা বিরাট কোহলি টাইগার ব্যাটারদের ভয় দেখাতে থ্রোয়ের মতো অঙ্গভঙ্গি করেন।

আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী, ব্যাটারকে কোনোভাবে বাধা দিলে বা বিক্ষিপ্ত করার চেষ্টা করলে বিপক্ষ দলকে পাঁচ রান শাস্তি হিসেবে দিতে পারেন অন ফিল্ড আম্পায়ার। তবে মাঠে থাকা দুই আম্পায়ার মারাইম ইরাসমাস ও ক্রিস ব্রাউন ফেক থ্রোয়ের ঘটনাটি এড়িয়ে যান। থার্ড আম্পায়রও নেননি কোনো পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ