Search
Close this search box.

মিরাকলের আশায় বাংলাদেশ

মিরাকলের আশায় বাংলাদেশ

মিথুন আশরাফ – ক্রিকেটে ‘মিরাকল’ সবসময়ই হয়। আপসেট, অঘটন সবসময়ই ঘটে। শ্রীলঙ্কাকে নামিবিয়া, ইংল্যান্ডকে আয়ারল্যান্ড, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে না! ওয়েস্ট ইন্ডিজ তো সুপার টুয়েলভেই খেলতে পারল না। কোনভাবে যদি তা হয়ে যায়। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরে যায় আর বাংলাদেশ জিতে যায়, তাহলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। মিরাকল ঘটবে। আর কোন হিসেবের মারপ্যাচই তখন থাকবেনা। তাই এখনও মিরাকলের আশায় আছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সুপার টুয়েলভে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রবিবার বাংলাদেশ সময় ৬ টায় এ্যাডিলেডে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই করবে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ একই ভেন্যুতে সকাল ১০ টায় লড়াই করবে পাকিস্তানের বিপক্ষে। তার মানে, দিনটিতে বড় ধরণের অঘটন ঘটতে হবে। নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের কাছে হারতে হবে এখন ৫ পয়েন্ট থাকা দক্ষিণ আফ্রিকাকে। আর পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে হবে এখন ৪ পয়েন্ট থাকা বাংলাদেশকে। এই দুই অঘটন ঘটলেই কেবল বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ আছে। দক্ষিণ আফ্রিকা হারলে ৫ পয়েন্টে থাকবে। আর বাংলাদেশ জিতলে হবে ৬ পয়েন্ট। ১ পয়েন্ট বেশি নিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। তখন দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাকিস্তানও (এখন ৪ পয়েন্ট) বিদায় নেবে। ভারতের (এখন ৬ পয়েন্ট) সঙ্গে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। কঠিন। অনেক কঠিন পথ। তারপরও স্বপ্নতো দেখতে হয়! সেই স্বপ্ন দেখছেনও বাংলাদেশ ক্রিকেটাররা। মিরাকলের আশায় আছেন।

সেই স্বপ্ন, মিরাকলের আশার বিষয়টি জানিয়েছেন এবার বিশ্বকাপে বাংলাদেশের সেরা নৈপুন্য দেখানো পেসার তাসকিন আহমেদ। তিনি বলেছেন, ‘এই গ্রুপের বেশিরভাগ ম্যাচই কিন্তু উত্তেজনাপূর্ণ হচ্ছে। তো এখনও কিন্তু যে কোনও কিছু হতে পারে। মিরাকল হলেও হয়ে যেতে পারে।’

তবে এসব বিষয় নিয়ে না ভেবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ। এরপর কি হিসেব নিকেশ দাড়াবে, তা বোঝা যাবে। তাসকিন যেমন বলেছেন, ‘কিন্তু আসল লক্ষ্য আমাদের থাকবে শেষ ম্যাচটা একই স্পিরিট নিয়েই খেলার। ভালো খেলে জিততে চাইবো, যদি ম্যাচ জিততে পারি তখন পরে কী হবে, কী হিসাব-নিকাশ; এগুলো পরে দেখা যাবে। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

তিনি আরও বলেন, ‘আসলে দেখেন অনেক হিসাব-নিকাশের বিষয় আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জেতা। সেমিফাইনাল হবে কী হবে না, এটা তো বলতে পারছি না, কিন্তু মূল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’

ভারতের বিপক্ষে জয়ের আশা তৈরী করে হেরেছে বাংলাদেশ। ৫ রানের জন্য হার হয়েছে। অথচ ম্যাচটিতে ‘ফেক ফিল্ডিং’য়ের ঘটনা ঘটেছে। যে ঘটনায় বাংলাদেশ ৫ রান পেনাল্টি (ভারতের জরিমানা) হিসেবে পেতে পারত। তাহলেই জয় আসত। তাসকিন এ নিয়ে বলেন, সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। কেন এমন বললেন? তাসকিনের কণ্ঠেই শোনা যাক, ‘আসলে ম্যাচ হারলে খুব খারাপ লাগে, যে কোনো ম্যাচ। ওইদিন রাতে ঘুমাতে সবার কষ্ট হয় সত্যি কথা যেটা। ম্যাচ হেরেছি এটা অবশ্যই খারাপ লাগছে। কিন্তু এখান থেকে অনেক কিছু পজিটিভ নেয়ার আছে। ভালো ক্রিকেট খেলতে পারছি, উন্নতি হচ্ছে। দোয়া করবেন যাতে শেষটা ভালো করে আমরা যেতে পারি।’

এ বিষয়ে কথা বলতে গিয়ে তাসকিন বলেন, ‘আসলে এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আম্পায়ারদের সিদ্ধান্ত, কিছু জিনিস দেখলাম যে কন্ট্রোভার্সি হচ্ছে। ফেইক থ্রো বা অন্যান্য জিনিস ওগুলো আসলে সম্পূর্ণ আমাদের কন্ট্রোলের বাইরে। ওটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তার থেকে বড় জিনিস ওই ম্যাচটা এখন অতীত। তো সামনের যে ম্যাচটা আছে ওটা নিয়েই চিন্তা করতে চাই। অবশ্যই আইসিসির ইভেন্ট সবকিছুই আসলে তাদের আন্ডারে। তারা যে কল দিয়েছে ওই সময়ে সেটা তাদের ব্যাপার।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ