Search
Close this search box.
বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম মনে করছেন

পাকিস্তানকে হারানোর বিশ্বাস আছে বাংলাদেশের

পাকিস্তানকে হারানোর বিশ্বাস আছে বাংলাদেশের

মিথুন আশরাফ – টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ ও পাকিস্তান লড়াই করবে আগামীকাল। এ্যাডিলেডে সকাল ১০ টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি যদি বাংলাদেশ জিতে, তাহলে সেমিফাইনালে খেলার সুযোগ থাকতে পারে। যদি অলৌকিক কিছু ঘটে। ভোরে দক্ষিণ আফ্রিকাকে যদি নেদারল্যান্ডস হারিয়ে দিতে পারে, তাহলে পাকিস্তানকে হারালে বাংলাদেশ টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে। বাংলাদেশের আসলে সেদিকে মনোযোগ নেই। পাকিস্তানকে কিভাবে হারানো যায়, সেদিকেই সব মনোযোগ। এরপর যা হবে দেখা যাবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম তেমনটিই জানিয়েছেন। বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, পাকিস্তানকে হারাতে পারব। কিন্তু সেমিফাইনালে যাওয়া আমাদের হাতে নেই।’

এই ম্যাচটির আগে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ রানে হারা ম্যাচ থেকেই পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ। ম্যাচটিতে যে দারুণ খেলেছে বাংলাদেশ। যদিও শেষপর্যন্ত জেতার সম্ভাবনায় থাকা ম্যাচ হেরেছে। তবে আত্মবিশ্বাস মিলেছে। শ্রীরাম বলেছেন, ‘আমার মনে হয় পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের সুযোগ ছিল। তারা জানে আমাদের শক্তির জায়গা, আমরাও তাদেরটা জানি। একটা ভালো লড়াই হবে।’

বাংলাদেশ ও ভারতের ম্যাচে ‘ফেক ফিল্ডিং’ নিয়ে বেশ বিতর্ক চলছেই। শ্রীরাম সেদিকে মনোযোগ দিতে রাজি নন। তিনি বলেছেন, ‘আমরা কোনো অজুহাত দিতে আসিনি। ঘটনার পরপরই আমি চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়, এটা মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত, আমাদের এমনই বলেছে। এখানে কোনো অজুহাত দিতে চাই না।’ সাথে যোগ করেন, ‘আমার মনে হয় ভারতকে হারানোর মতো একটা জায়গায় চলে গিয়েছিলাম আমরা। আমরা লাইনটা পার করতে পারিনি। কিন্তু এত কাছে আসাটা ছেলেদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে।’

ভারতের বিপক্ষে হারকে ক্রিকেটারদের জন্য শিক্ষা হিসেবেই দেখছেন শ্রীরাম, ‘তারা বুঝতে পেরেছে কত বড় সুযোগ হারিয়েছে। এটা তাদের জন্য অনেক বড় শিক্ষা। দলকে এটা অনেক আত্মবিশ্বাস দেবে, ভারতের মতো দলকে চ্যালেঞ্জ জানানো আর এত কাছে আসা, আমরা খুব বেশি দূরে নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে এরআগে কখনোই বাংলাদেশ প্রথম রাউন্ডের পর কোন রাউন্ডে বা সুপার টুয়েলভে দুটি ম্যাচ জিততে পারেনি। একটি ম্যাচই তো জেতা হয়নি। এবার দুটি ম্যাচ জেতা হয়েছে। নেদারল্যান্ডসকে ৯ রানে হারানোর পর জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ^কাপে যে কোন সময়ের চেয়ে সেরা সাফল্য মিলেছে। আবার ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। শ্রীরাম তাই বলেছেন, ‘এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। বাংলাদেশ কখনো সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয় ছেলেদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।’

নতুন শুরুও দেখছেন শ্রীরাম। তিনি বলেছেন, ‘আমার মনে হয় এটা নতুন শুরু। আমি জানি না আগে কী হয়েছে, সেখানে ছিলামও না। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জিতেছি। ভারতের বিপক্ষেও এভাবে হেরেছি। কিন্তু এটা হয়ই। এটাকে আমি নতুন শুরু হিসেবে দেখছি। অতীত নিয়ে থাকি না, এটাকে নতুন শুরু হিসেবে দেখি। অতীতে আমি ছিলাম না, তাই মন্তব্য করতে পারি না।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ