স্বাগতিক কাতারকে উড়িয়ে বিশ্বকাপের প্রথম জয় পেল ইকুয়েডর

মিথুন আশরাফ – কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে। অভিযোগ  উঠেছিল, উদ্বোধনী ম্যাচে জিততে ইকুয়েডরের ফুটবলারদের ঘুষের প্রস্তাব দিয়েছিল কাতার। সেই কথার কোন ভিত্তি মিলল না।উল্টো স্বাগতিক কাতারকে উড়িয়ে দিল ইকুয়েডর। ২-০ গোলে জয় তুলে নিল। ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরে প্রথম জয় পেল ইকুয়েডর। দলের পক্ষে চোট নিয়েও জোড়া গোল করেছেন এনার ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে ২-০ গোলে এগিয়ে যায় ইকুয়েডর। ম্যাচের ১৬ মিনিটে অধিনায়ক ভ্যালেন্সিয়ার গোলে ইকুয়েডর ১-০ গোলে এগিয়ে যায়।

ম্যাচের তিন মিনিটে প্রথম গোল হয়। কিন্তু অফসাইডে তা বাতিল হয়। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড চেক করেন। মাঠের রেফারিও পুনরায় দেখেন। সিদ্ধান্ত বদলান।

এবার কোনও বিতর্ক নেই। ১৫ মিনিটে গোল কিপার অবৈধ ফাউল করেন বক্সের মধ্যে। এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে এগিয়ে দিলেন দলকে। ৩২ মিন্টে দ্বিতীয় গোল হয়। ভ্যালেন্সিয়াই গোল করেন। ভ্যালেন্সিয়ার হেডারে ব্যবধান বাড়ায় ইকুয়েডর।

দ্বিতীয়ার্ধে দুই পক্ষই গোল করার সুযোগ পেয়েছে, কিন্তু কেউ আর গোল পায়নি। শেষ দিকে কাতারের পরিবর্ত হিসেবে নামা মুন্তারির অনবদ্য শট নেন। অল্পের জন্য গোলে বল জড়াল না। অনবদ্য একটা গোল হতে পারতো। ইকুয়েডর ২-০ গোলে জিতেই মাঠ ছেড়েছে। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ইকুয়েডর।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ