স্টাফ রিপোর্টার – পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্তব্য করেছেন, পুলিশের চোখে স্প্রে নিক্ষেপ করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনা স্রেফ দুর্ঘটনা। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে। মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ঢাকার সিজেএম আদালত গেটের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় সঙ্গীরা। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না। এটি সব দেশেই ঘটে।’
সম্প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের কিছু মন্তব্যের বিষয়ে এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করছে কিছু গণমাধ্যম। আমাকে কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে তিনি আরও বলেন, অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না। এখন কিন্তু আমরা কলোনিয়াল দেশ না, আমরা কলোনি না। সুতরাং তাদের (রাষ্ট্রদূত) সেটি মনে রাখতে হবে। তারা তাদের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠিত যে রীতি, সেটা মেনে চলবেন।
বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে সিলেট-১ আসনের এমপি আব্দুল মোমেন বলেন, বিএনপির সমাবেশে জনসমাগম নিয়ে তারা নিজেরাই হতাশ। তাদের ইচ্ছা ছিল, আন্দোলন শুরু করার। তারা ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখেই তাকে পুননির্বাচিত করবে। দেশের উন্নয়নের জন্য দীর্ঘস্থায়ী স্থিতিশীল সরকার প্রয়োজন।
এদিকে সিলেট জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন দুই দিনব্যাপী এ সাহিত্য মেলার আয়োজন করে। সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমানে সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত ভৌমিক, অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বক্তব্য রাখেন। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ।