Search
Close this search box.

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করব – পররাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করব - পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার – পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ থাকবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানিজ স্টাডিজ বিভাগের আয়োজিত সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, র‌্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলো র‌্যাবের কনসেপ্টটা দেয়। তারাই তৎকালীন সরকারকে এর জন্য ইকুয়েপমেন্টও দেয়। তাদের কারণেই প্রাথমিকভাবে র‌্যাব চালু হয়। সময়ের সাথে সাথে র‌্যাব এখন অনেক পরিপক্ক। দেশের জনগণ তাদের পারফরম্যান্সের জন্য এখন তাদের চায়। আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এ বিষয়গুলো সমাধানের চেষ্টা করব।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আজ ঢাকা সফরে আসছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে এই মার্কিন কর্মকর্তার সঙ্গে মন্ত্রীর আলোচনা হবে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আমি জানি না এটা। আমাদের একটা অনুরোধ থাকবে তাদের প্রতি যে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

আসন্ন নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। ’৭০ এর নির্বাচনসহ পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বুলেটের মাধ্যমে আসে নাই, আওয়ামী লীগ সরকার ব্যালটের মাধ্যমে আসে। আমরা ব্যালট যাতে স্বচ্ছ হয় সেজন্য স্বচ্ছ ভোট বাক্স তৈরি করেছি, যাতে বাহিরে থেকে দেখা যায়। এখন আমরা তৈরি করেছি একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন। আমাদের মৌলিক উদ্দেশ্য আমরা একটি স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।

তিনি আরও বলেন, আমাদের পজিশন খুব ক্লিয়ার। আওয়ামী লীগ সবসময় সঠিক সময়ে নির্বাচন দেয়। আগেও করেছে, ২০০১ সালেও করে নাই? একসাথে হারার পরে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ হচ্ছে সবাইকে নিয়ে আমরা থাকতে চাই। এদেশের ভবিষ্যত নির্ভর করে এদেশের জনগণের ওপর। এদেশের নির্বাচন ভালো না মন্দ হবে সেটা নির্ভর করে এদেশের সব পার্টির উপর।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ