Search
Close this search box.

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার- ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা জিমসহ ২ চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এসময় চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩০শে অক্টোবর রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকা থেকে একটি লাল রঙের মোটরসাইকেল চুরি হয় যাওয়ার প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানা যায় যে, একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় গ্রুপ বাইকটি চুরি করে ঢাকার আশুলিয়ায় নিয়ে আসে।

ছায়া তদন্তে চুরির সাথে সম্পৃক্ত চোর চক্রটিকে ঢাকা জেলার আশুলিয়া এলাকা থেকে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ১ টি চোরাই মোটর সাইকেল ও অন্যান্য আনুসাঙ্গিক জিনিসপত্র সহ দুইজনকে কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাসিবুল ইসলাম ওরফে জিম (২৪) এবং মোঃ তৌকির আহম্মেদ সৌরভ (২৪)।

অধিনায়ক জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আসামী মোঃ হাসিবুল ইসলাম ওরফে জিম এই চোরচক্রের মূলহোতা এবং তার এই চক্রের বেশকয়েকজন সক্রিয় সদস্য রয়েছে।

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ