স্টাফ রিপোর্টার- ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৫৪৭ গ্রাম সোনা আটক করেছে কাস্টমস গোয়েন্দা। এ ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।
কাস্টমস গোয়েন্দার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল ১৪ তারিখ সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। অভিযানে ৮ জন বাংলাদেশি যাত্রীর দেহ তল্লাশী করে ও রেক্টাম থেকে ৫৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা।
আটক হওয়া ৮ জন হলেন- মো. সোহেল রানা (৪৭), বিল্লাল বেপারি (৫২), তাজবির আহমেদ (৩৮), নাজমুল হাসান নীরব (৩০), মো. শাহে আলম (৪০), মো. নাদিম (৪১), সুলতান চৌধুরী (২৬) ও মো. সুমন (৩৬)।
এ বিষয়ে কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।