মিথুন আশরাফ – কাতার ফুটবল বিশ্বকাপে সেরা দুই দলের মধ্যেই হবে ফাইনাল। আর্জেন্টিনা ও ফ্রান্স শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। লুসাইল স্টেডিয়ামে রবিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে শিরোপার লড়াই তো হবেই, সাথে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যেও হবে লড়াই।
আর একটি ম্যাচ জিতলেই লিওনেল মেসি প্রথমবারের মতো শিরোপা উচিয়ে ধরবেন। আর্জেন্টিনা তৃতীয়বারের মতো শিরোপা জিতবে। উৎসবে মাতবেন মেসি ভক্তরা। তাই কী হবে? লুসাইল স্টেডিয়ামে রবিবার ২২তম ফুটবল বিশ^কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি আর্জেন্টিনার প্রতিপক্ষ এমন একটি দল, যাদের গতি এতটাই বেশি যে মেসিরাই ফাইনাল জিতবেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারবেনা। স্বপ্নভঙ্গ হয়েও যেতে পারে। প্রতিপক্ষ যে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। যে দলটি গত বিশ্বকাপেই শেষ ষোলতে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপে থেকে বিদায় করে দিয়েছে। ম্যাচটিতে মেসি কোন গোল পাননি। তবে এমবাপ্পে দুটি গোল করেছিলেন।
এবার বিশ্বকাপে দুই দলই গ্রুপ পর্বে হোচট খায়। সৌদি আরবের কাছে হারে আর্জেন্টিনা। তিউনিসিয়ার কাছে হারে ফ্রান্স। তবে দুই দলই আবার বাকি দুই ম্যাচ জিতে। শেষ ষোলতে আর্জেন্টিনা ২-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। ফ্রান্স ৩-১ গোলে পোল্যান্ডকে হারায়। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-৩ গোলে নেদারল্যান্ডসকে হারায়। ফ্রান্স ২-১ গোলে ইংল্যান্ডকে হারায়। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সও ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। টানা দুই আসরে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে ফ্রান্স।
আর্জেন্টিনা ও ফ্রান্স দুইবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়। এবার যে দলই শিরোপা জিতবে, তৃতীয়বারের মতো শিরোপা জয় করবে। তা নিশ্চিত হয়ে যাচ্ছে। কিন্তু কে জিতবে শিরোপা? মেসি উড়ছেন। এরআগে নকআউট পর্বে কখনোই বিশ^কাপে গোল দিতে পারেননি। এবার প্রতিটি ম্যাচেই গোল করছেন। বিশ^কাপে ৫টি গোল হয়ে গেছে। এমবাপ্পেও উড়ছেন। তবে গতিই দেখাচ্ছেন। গোল শেষ দুটি ম্যাচে পাননি এমবাপ্পে। তবে এরআগেই এবার বিশ্বকাপে ৫ গোল করে ফেলেছেন। পিএসজিতে দুইজনই আবার সতীর্থ। সেখানে কিন্তু একটা ঠান্ডা লড়াই দেখার মিলে।
আর্জেন্টিনা ও ফ্রান্স এরআগে বিশ্বকাপে তিনবার লড়াই করে। দুইবার জিতে আর্জেন্টিনা। একবার জিতে ফ্রান্স। ১৯৩০ ও ১৯৭৮ সালে জিতে আর্জেন্টিনা। গত আসরে জিতে ফ্রান্স। বর্তমান সময়ের খেলার ধরণ থেকে শুরু করে প্রযুক্তির ছোয়া, সব কিছুই ভিন্ন। আর তাই এখন যদি আর্জেন্টিনা ফাইনালে জিততে পারে, তাহলে বদলা নেয়াও হয়ে যাবে। পারবে কি আর্জেন্টিনা বদলা নিতে? নাকি পিএসজিতে সতীর্থ হয়ে খেলা এমবাপ্পে আবার মেসির স্বপ্ন ভঙ্গ করে দেবেন?