Search
Close this search box.

মেসির অপেক্ষায় আছেন এমবাপ্পে

মেসির অপেক্ষায় আছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক – বিশ্বকাপ ফাইনালে সবশেষ আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও ফ্রান্স তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দেখা হয়েছে। দুইজন পরস্পরের বিপক্ষে খেলেছেন। মেসি জিতেছেন। দুইজনই আবার ক্লাব ফুটবলে খেলেন একই দলে, প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। তবে এখনও দুইজন একসঙ্গে পিএসজিতে খেলতে নামেননি। এমবাপ্পে খেলতে নামলেও মেসি এখনও খেলেননি। আর তাই মেসির অপেক্ষায় আছেন এমবাপ্পে।

বিশ্বকাপ ফাইনাল হারের ১০ দিন পরই ক্লাবের হয়ে মাঠে নেমে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বুধবার রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পেদের পিএসজি জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এমবাপ্পের ভাবনা এখন ক্লাবকে ঘিরে। তাই অপেক্ষায় আছেন সতীর্থ লিওনেল মেসির। বিশ্বকাপ জয়ের পর মেসি এখনো পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় রয়েছেন। কিছুদিনের মধ্যেই ফিরবেন পিএসজি শিবিরে। স্ট্রাসবার্গের বিপক্ষে জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আমরা মেসির অপেক্ষায় আছি যাতে আমরা একসঙ্গে জিততে পারি, একসঙ্গে গোল উদযাপন করতে পারি। ’

বিশ্বকাপ জয়ের পর মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন এমবাপ্পে। এই প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘ম্যাচ (ফাইনাল) শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম কারণ সে সারাজীবন এই ট্রফিটার খোঁজ করতেছিল। আমিও চেয়েছিলাম জিততে, তবে পারিনি।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ