Search
Close this search box.

দেশে অমিক্রন বিএফ.৭ শনাক্ত

দেশে অমিক্রন বিএফ.৭ শনাক্ত

স্টাফ রিপোর্টার – দেশে অমিক্রনের উপধরন বিএফ.৭ সংক্রমণ শনাক্ত হয়েছে। রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এ কথা জানানো হয়েছে। চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। ওই চারজনের করোনা পরীক্ষার পর এ কথা জানানো হয়।

জানা গেছে, চার চীনা নাগরিকের শরীরে অমিক্রনের নতুন উপধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। এর আগে গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাঁদের করোনা ধরা পড়ে। তাঁদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) করোনা হাসপাতালে পাঠানো হয়।

সম্প্রতি চীনে আবার ব্যাপকভাবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে শাহজালাল বিমানবন্দরে আবার চীনসহ কয়েকটি দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশে চীনা নাগরিকদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ