Search
Close this search box.

২০২২ সাল এমন একটা বছর যা আমি কখনো ভুলব না – মেসি

২০২২ সাল এমন একটা বছর যা আমি কখনো ভুলব না - মেসি

স্পোর্টস ডেস্ক – পুরনো বছর শেষ, ২০২২ সাল। নতুন বছর শুরু, ২০২৩ সাল। পুরনো বছরেই প্রথমবারের মতো বিশ^কাপ জয় করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ^চ্যাম্পিয়ন হয়েছে। বছরটিকে কিভাবে ভুলবেন মেসি? তাই তো বলেছেনও, ‘২০২২ সালকে কখনো ভুলব না।’

লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। এতে অপূর্ণতা ঘুচেছে মেসিরও। ক্যারিয়ারে প্রায় সবকিছু জেতা মেসির ট্রফি ক্যাবিনেটে ছিল না বিশ্বকাপটা।

এবার সেটিও হলো। বিশ্বকাপ জয়ের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসিই, ৭ গোল করে হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ২০২২ সালটি মেসির কাছে তাই বিশেষ কিছু, সেটি স্বীকার করলেন তিনি নিজেই।
২০২২ সালকে কখনো ভুলবেন না মেসি, সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে এমনটিই বলেছেন এই ফুটবল জাদুকর। বছরের শেষ দিনে ফেসবুকে স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলেকে নিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন মেসি। সেখানে ক্যাপশনের শুরুতেই লিখেছেন, ‘শেষ হলো ২০২২ সাল, যেটা এমন একটা বছর যা আমি কখনো ভুলব না। সবসময় যে স্বপ্নকে তাড়া করেছি তা এ বছর সত্যি হয়েছে।’

সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা আরো লিখেছেন, ‘যে মানুষগুলো আমাকে অনুসরণ করছেন, তাদের সাথেও সুন্দর স্মৃতি রাখতে চাই আমিৃ আমার এই যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারাটা ভীষণ আনন্দের। আমার দেশের মানুষ এবং সেই সাথে প্যারিস, বার্সেলোনা ও পৃথিবীর নানা দেশের অগণিত মানুষের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এতদূর আসা অসম্ভব ছিল। আশা করি, এই বছরটা বাকি সবারও দারুণ কেটেছে। ২০২৩ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো!’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ