Search
Close this search box.

মেসি, নেইমার, এমবাপ্পের মুখোমুখি রোনালদো

মেসি, নেইমার, এমবাপ্পের মুখোমুখি আজ রোনালদো

স্পোর্টস ডেস্ক – লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের বিপক্ষে লড়াইয়ে নামছে আগামীকাল ক্রিশ্চিয়ানো রোনালদো। কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে পিএসজি ও সৌদির শীর্ষ দুই ক্লাব আল নাসরে ও আল হিলাল মিলে গঠিত অলস্টার একাদশ। রাত ১১ টায় ম্যাচটি শুরু হবে।

সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে মেসিরা খেলবেন পিএসজির হয়ে। আর সৌদির শীর্ষ দুই ক্লাব আল নাসরে ও আল হিলাল মিলে অলস্টার একাদশে খেলবেন রোনালদো। এই দলের নেতৃত্বে থাকছেন আবার ক্রিস্টিয়ানো রোনালদোই। ৬৮ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। সেই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

এই ম্যাচকে ঘিরে আয়োজকদের কাছে ২০ লাখের বেশি টিকিটের আবেদন এসেছে। কারা টিকিট পাবেন, তা বাছতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। ম্যাচের একটি বিশেষ টিকিটের দামও নিলামে ২৫ কোটি টাকা পর্যন্ত উঠেছিল-এমন খবরও বেরিয়েছিল সংবাদ মাধ্যমে। অবশেষে ম্যাচের দুই দিন আগে (মঙ্গলবার) নিলামে সেই টিকিটের দাম আরও বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় দাম উঠেছে প্রায় ২৭ কোটি ৯ লাখ টাকা।

মধ্যপ্রাচ্যভিত্তিক ইংরেজি পত্রিকা ‘খালিজ টাইমস’ জানিয়েছে, মঙ্গলবার নিলামের শেষ দিন এ ম্যাচের বিশেষ টিকিটের দাম ওঠে ২৭ লাখ ৯ লাখ টাকা। এই দামের টিকিট দিয়ে বিজয়ী স্টেডিয়ামের সব থেকে ভালো জায়গায় বসে ম্যাচ দেখার সুযোগ পাবেন। জয়ী দলের সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এছাড়া ড্রেসিংরুমে গিয়ে দু’দলের ফুটবলারদের সঙ্গে দেখাও করতে পারবেন। সেই সঙ্গে ম্যাচ উপলক্ষে আয়োজিত ডিনার পার্টিতেও যোগ দিতে পারবেন এই টিকিটের বাহক।
জানা যায়, নিলামে টিকিটটির দাম ২৭ কোটিতে উন্নীত করেন সৌদির ব্যবসায়ী মুশরাফ আল ঘামদি। তিনি নির্মাণ প্রতিষ্ঠান আকারওয়ানের মালিক। মঙ্গলবারই নিলামের শেষ দিন থাকায় মেসি-রোনালদোদের সঙ্গে ছবি তোলার সুযোগ যে মুশরাফ আল ঘামদিই পাচ্ছেন, সেটা বলাই যায়।

সবশেষ মেসি-রোনালদো দ্বৈরথ হয়েছিল ২০২০-র ডিসেম্বরে। চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে রোনালদোর জোড়া গোলের সৌজন্যে জুভেন্টাস ৩-০ ব্যবধানে হারিয়েছিল মেসির বার্সেলোনাকে। এ বার অবশ্য পরিস্থিতি ভিন্ন। মেসি সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক। অন্য দিকে রোনালদো ইউরোপে ক্লাব না পেয়ে খেলতে এসেছেন এশিয়ায়। কোচের বিরুদ্ধে মন্তব্য করায় ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে বিশ্বকাপের আগেই সম্পর্ক ছিন্ন করেছিল। বিশ্বকাপের সময়ও পর্তুগালের কোচের সঙ্গে মতবিরোধ তৈরি হয় রোনালদোর। আজ ম্যাচে তিন সুপারস্টার মেসি, নেইমার ও এমবাপ্পের বিপক্ষে লড়বেন এক সুপারস্টার রোনালদো।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ