Search
Close this search box.

ক্রিকেটকে বিদায় বলে দিলেন আমলা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন আমলা

স্পোর্টস ডেস্ক – সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন হাশিম আমলা। ৪ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমলা। জাতীয় দল ছাড়লেও এতদিন কাউন্টি ক্রিকেট চালিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট এবং জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন হাশিম আমলা। সে বছরই যোগ দেন কাউন্টির দল সারেতে। দলটিতে শেষ দুই বছরে একটি ডাবলসহ মোট ৫টি সেঞ্চুরি করেন আমলা। গত বছর কাউন্টিতে চ্যাম্পিয়ন হয় সারে। তবে এবারের মৌসুমে আর ব্যাট হাতে না নামার সিদ্ধান্ত সারেকে জানিয়ে দিয়েছেন আমলা। অবসর নিয়ে দক্ষিণ আফ্রিকান ব্যাটার বলেন, ‘ওভাল গ্রাউন্ডে (সারের মাঠ) আমরা দারুণ স্মৃতি জমা হয়েছে। একজন ক্রিকেটার হিসেবে এখানে যা পেয়েছি আমি, তার জন্য কৃতজ্ঞ। ’

ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্টসহ সারের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমলা বলেন, ‘অ্যালেক স্টুয়ার্ট এবং পুরো সারে স্টাফ, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সবার সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ। সারে দলটি এতটাই পেশাদারভাবে চলে যে, এর সঙ্গে জড়িত হয়ে যে কেউই সম্মানিত বোধ করবে। আমি তাদের শুভ কামনা জানাই। আমি চাই তারা আরও অনেক ট্রফি জিতুক।’

সারের ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘হাশিমের অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ওকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেট গ্রেটদের একজন হিসেবে চিরস্মরণীয় থাকবেন তিনি।’
হাশিম আমলার বিদায়ে জাতীয় দলের সাবেক সতীর্থ এবিডি ভিলিয়ার্স আবেগঘন স্টেটাস দিয়েছেন। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হাশিম আমলা… কোথা থেকে শুরু করি? সহজ নয়। হয়তো বেশ কয়েকদিন লেগে যাবে, কয়েক সপ্তাহ, মাস, এমনকি বছরও লাগতে পারে। আমি তোমাকে নিয়ে সত্যিই একটা বই লিখে ফেলতে পারবো। তোমাকে ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তুমি সর্বদা আমার ভাই ছিলে, অনেক ক্ষেত্রে তোমার জন্য আমি নিরপাদ বোধ করতাম।’

৩৯ বছর বয়সী হাশিম আমলা দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ১০৪ রান করেছেন। ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১২৪টি টেস্টে ৪৬.৬৪ গড়ে করেন ৯ হাজার ২৮২ রান, যা জ্যাক ক্যালিসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে আছে ৩১১ রানের সর্বোচ্চ ইনিংসসহ মোট ২৮টি সেঞ্চুরি। ১৮১ ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরিতে ৮১১৩ রান করেন আমলা। ৪৪ টি-টোয়েন্টিতে ১২৭৭ রান করেন তিনি। এরইমধ্যে কোচিং ক্যারিয়ারে পা রেখেছেন আমলা। দক্ষিণ আফ্রিকায় চলমান এসএ টোয়েন্টি লীগে কেপটাউনের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ