Search
Close this search box.

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ জাকির

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ জাকির

স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার। যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হলেন উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান। এছাড়া তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন শুধু সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও লিটন কুমার দাস।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটার হলেন –

টেস্ট : লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে : লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি : লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ