Search
Close this search box.

শোক জানাতে পদযাত্রা কর্মসূচি স্থগিত করল বিএনপি

নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত বিএনপির গণমিছিল

স্টাফ রিপোর্টার – ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। ভূমিকম্পে দুই দেশের নাগরিকদের মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আজ সারা দেশে এই শোক পালন করা হচ্ছে। শোক জানাতে বিএনপি রাজধানীতে তাদের আজকের নির্ধারিত পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে। গোপীবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার মধ্যরাতে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত হয়।

আজ বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।

সোমবার ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক ও সিরিয়া ছাড়াও ভূমিকম্প পাশের সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ