স্টাফ রিপোর্টার- রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় ৫০ মিনিট চেষ্টায় বিকাল পাঁচটা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে।
আগুনের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর একে একে আরও সাতটি ইউনিট যায়। আগুনের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কড়াইল বস্তিতে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ থাকেন। যাদের বেশির ভাগই গার্মেন্টস কর্মী, রিকশাচালক, খণ্ডকালীন গৃহকর্মী ও দোকানের কর্মচারী।
এই বস্তিটিতে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। সর্বশেষ ১৬ ফেব্রুয়ারি রাতে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে তখন কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ২০১৬ সালে এই বস্তির ভয়াবহ আগুনে ৪০০ থেকে ৫০০ ঘর পুড়ে যায়।