Search
Close this search box.

সাত বছর সাত সিরিজ পর ঘরের মাঠে সিরিজ হারলো বাংলাদেশ

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ সোমবার

স্পোর্টস রিপোর্টার – ওপেনার জেসন রয়ের সেঞ্চুরিতে এক ম্যাচ  বাকি থাকতেই ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারলো স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ১৩২ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে।

সর্বশেষ  ২০১৬ সালের পর ঘরের মাঠে প্রথমবার দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ। সর্বশেষ ইংল্যান্ডের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছিলো বাংলাদেশ। সিরিজ নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। প্রথম ওয়ানডে ৩ উইকেটে জিতেছিলো জশ বাটলারের দল।

দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান করে ইংল্যান্ড। ১২৪ বলে ১৩২ রান করেন রয়। জবাবে ৪৪ দশমিক ৪ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাকিব আল হাসান ৫৮ রান করেন।

দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। এক ডেভিড মালানের অপরাজিত ১১৪ রানেই ডুবে বাংলাদেশ। এবার রয়ের সেঞ্চুরিতে হারল বাংলাদেশ।

প্রায় ৭ বছর পর ২০১৬ সালের পর আবার বাংলাদেশের মাটিতে খেলতে আসে ইংল্যান্ড। সবশেষ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডই জিতেছিল। বাংলাদেশ এরআগে দেশের মাটিতে টানা ছয় সিরিজ জিতে। যেই ইংল্যান্ড সামনে পড়ে সিরিজ হেরে যায়। এবার দেশের মাটিতে টানা ৭ সিরিজ জিতে ইংল্যান্ডের সামনে পড়েছে বাংলাদেশ। এবারও কাহিল অবস্থাই হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই নামবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে ৯ মার্চ চট্টগ্রামেই হবে প্রথম টি-টোয়েন্টি। চট্টগ্রাম পর্ব এখানেই শেষ। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচ দুপুর ১২ টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ৩ টায় শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে কখনোই কোন সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এরআগে ৪ ওয়ানডে সিরিজে সবকটিতে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে তিনবারই দেশের মাটিতে সিরিজে হেরেছে বাংলাদেশ। এবারও হারল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ