Search
Close this search box.

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দলীয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে প্রায় ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় এই সংঘর্ষে ঘটে। সংঘর্ষের সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং অন্তত ৩০টি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই কাউন্সিলকে কেন্দ্র করে বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সোমবার দুপুরে, সাবেক এমপি আব্দুল খালেক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদার নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে রামদা, লাঠি সোটা হাতে হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

মিছিলটি যখন উপজেলা সদরের প্রধান সড়ক দিয়ে মুসা মার্কেট এলাকায় পৌঁছায়, তখন কৃষক দলের নেতা মেহেদী হাসান পলাশের সমর্থকরা তাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। সংঘর্ষের ফলে ৫০ জনেরও বেশি নেতা-কর্মী আহত হন। আহতদের স্থানীয় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিরাপত্তার জন্য সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে, যাতে পরবর্তী সংঘর্ষ এড়ানো যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ