মোঃ ফজলুল হক, পাবনা প্রতিনিধি: পাবনায় ডিবি পুলিশের অভিযানে পরিত্যাক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করেছেন জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল। রবিবার দিবাগত রাত দুইটা চল্লিশের সময় এ অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ।
পাবনা সদর উপজেলার জালালপুর বাজারের ঈদগাহ মাঠ সংলগ্ন মায়ের দোয়া এন্টার প্রাইজ প্রোঃ মোঃ রফিজুল ইসলাম এর ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে অভিযান পরিচালনা করিয়া পরিত্যাক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান এবং একটি পাইপগান সহ ০৪(চার) রাউন্ড গুলি উদ্ধার করা করেন ডিবি পুলিশ। পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন তারা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে এবং ওসি, ডিবি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে ও এসআই(নিঃ) বেনু রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রাতে অভিধান পরিচালনা করে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের এস আই বেনু রায় মুঠোফোনে জানান, পুলিশ সুপার স্যারের নির্দেশে পাবনা জেলা কে মাদক মুক্ত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে আমাদের।