Search
Close this search box.

এতদিনে সাকিবের রান ১০-১২ হাজারের ওপরে থাকত – হাথুরুসিংহে

এতদিনে সাকিবের রান ১০-১২ হাজারের ওপরে থাকত - হাথুরুসিংহে

স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহে বলেছেন, এতদিনে সাকিবের রান ১০-১২ হাজারের ওপরে থাকত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, ভালো পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশের সেরা তিন ক্রিকেটার সাকিব-তামিম ও মুশফিকের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হচ্ছে। তবে এ সময় সাকিবকে মুল্যায়ন করতে গিয়ে আফসোস করেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সাকিবের হাতে ক্রেস্ট তুলে দিয়ে হাথুরু বলেন, ‘বাংলাদেশের হয়ে তুমি যাদের বিপক্ষে খেলেছ, তাদের বোলিং অ্যাটাক অনেক ভালো ছিল। গত ৫-৬ বছরের কথা বলছি না। আমি মনে করি, তুমি যেভাবে রান করো এবং এর আগে যেভাবে বল করেছ, সেটি খুব সহজ নয়। যে কোনো দল থেকে তোমার পারফরমেন্স অনেক এগিয়ে।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ডের মতো জায়গায় তুমি খেললে এতদিনে তোমার ১০ থেকে ১২ হাজার রানের ওপরে থাকত। তারপরও এখানে থেকে যা করেছ, এগুলো তোমার মেধার পরিচয় দেয়। এটা অনেক বড় অর্জন।’
ক্রেস্ট তুলে দেওয়া হয় তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের হাতেও। তামিম দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আর মুশফিক ওয়ানডেতে ৭ হাজার রান করেন। তামিমের হাতে ক্রেস্ট তুলে দেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

মাঠের বাইরে বিতর্কে জড়িয়েছেন। তবে ব্যাট-বল হাতে ঠিকই পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। গড়ছেন একের পর এক মাইলফলকও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এই ফরম্যাটে ৭ হাজার রানের কীর্তি অর্জন করেন। যেখানে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে তার হাতে সম্মাননাও তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ