স্টাফ রিপোর্টার- রমজানের প্রথম বিকেলে রাজধানী ঢাকায় ঝড় শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ের আগে দুপুর থেকেই আকাশ মেঘলা ছিল। ঝড় শুরুর কিছুক্ষণ পর বৃষ্টিও শুরু হয়। আবহাওয়া অফিস একে কালবৈশাখী ঝড় বলছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, এটি কালবৈশাখী ঝড়। এই ঝড় সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়। পরে থেমে যায়।
তিনি বলেন, ঝড় থেমে গেলেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। পরে বৃষ্টি হওয়ার আর কোনো সম্ভাবনা দেখছি না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বিকালে কয়েক মিনিটের বৃষ্টিতে ভিজেছে রাজধানীর বিভিন্ন এলাকা। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর গুলশান, বনানী, মিরপুর, শ্যামলী, ধানমন্ডি, কলাবাগান, কাওরান বাজার, ইস্কাটন, মগবাজার, শান্তিনগর ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।