Search
Close this search box.

বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া

বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া

স্টাফ রিপোর্টার – বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। দেশের আট বিভাগেই এমন হতে পারে। এটি আগামী ৭২ ঘণ্টা বা তিন দিনের মধ্যে কমেও আসবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বভাসে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ