Search
Close this search box.

দেশের জনগণের সেবা করাই বড় কাজ – শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার- দেশের জনগণের সেবা করাই বড় কাজ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইন ও প্রশাসন কোর্সের নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতি যেন অব্যাহত থাকে। আমার এইটুকু দাবি।

সোমবার দুপুরে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বেতন-ভাতা যা কিছু সব জনগণের কাছ থেকে আসে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা সকলের কর্তব্য। এই কথা মনে রেখে সবসময় চলতে হবে। ’

শেখ হাসিনা আরও বলেন, ‘যারা প্রশিক্ষণ নিয়েছেন, শপথ নিয়েছেন তাদেরকে এটুকু বলব, দেশের জনগণের সেবা করা এটাই সবচেয়ে বড় কাজ। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতি যেন অব্যাহত থাকে। আমার এইটুকু দাবি।

যারা আমাদের স্বাধীনতা চায়নি তাদের ষড়যন্ত্র, চক্রান্ত চলছে চলবে মন্তব্য করে সরকারপ্রধান বলেন,‘এ নিয়ে আমি কখনো পরোয়া করিনি। নিজের জীবনের জন্য আমার কখনো মায়া নেই। আমার একটাই কাজ, বাংলাদেশকে গড়ে তুলে দিয়ে যাওয়া, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটিয়ে জীবন দিতে চাই।

তৃণমূল পর্যন্ত উন্নয়ন করাই সরকারের লক্ষ্য বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘আমাদের উন্নয়নের লক্ষ্যই ছিল তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়ন করা, এটা শুধু শহরভিত্তিক মানুষের জন্য না। আর তৃণমূল পর্যায়ে মানুষের উন্নতি যেন হয়, তাদের ক্রয়ক্ষমতা বাড়ানো, মাথাপিছু আয় বাড়ানো এবং তাদের জীবনযাত্রার মান বাড়বে সেভাবেই সব পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করার পর এখনো আমরা ক্ষমতায় আছি, সেভাবেই কাজ করে যাওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামনে বিশ্বে আরও খারাপ সময় আসতে পারে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে, অনাবাদি জমি আবাদি করতে হবে। কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের দিকে নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়াতে ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সব ক্ষেত্রেই ডিজিটাল করতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন সব ধরনের অনিয়ম, দুর্নীতি থেকে মুক্ত হয় সে লক্ষ্যেই বিশেষভাবে চেষ্টা করে যাচ্ছে সরকার। দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি উন্নয়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় প্রশিক্ষণ উপেক্ষা করে কর্মক্ষেত্রে উন্নতি করা যায় না। এ জন্যই প্রশিক্ষণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ