Search
Close this search box.

ঢাবিতে বিজ্ঞান ইউনিটে ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল!

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। সোমবার (৫ জুন) দুপুর ১টায় আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯.৪৩ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন। বাকি ৯০.৫৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১১৭৭৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১০৫৫৭ জন, মানবিক বিভাগে ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন।

এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ