স্টাফ রিপোটার- ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)। শুক্রবার (৯ জুন) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
মনোনয়ন বোর্ডের সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মোহাম্মদ এ আরাফাতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার কথা জানান।
এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে গত ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। আসনটিতে ২২ জন ফরম সংগ্রহ করেন। যাদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক, খলনায়কও ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। এ আসনে কাগজের ব্যালটে ভোট হবে।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।