স্টাফ রিপোর্টার- এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৬০১ জন, যার প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছেন জুনের প্রথম ১৩ দিনে।
বর্ষা মৌসুম শুরুর আগেই দেশে হানা দেওয়া মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই; একদিনে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন রোগী, যা এ বছরের সর্বোচ্চ। আগের দিন ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর ১৭৪ জনই ঢাকার; বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন।
এই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে সোমবার মৃত্যু হয়েছিল দুজনের। ফলে এ বছর ডেঙ্গুতে মৃত্যুর বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ৬০১ জন। এর প্রায় অর্ধেক ১৫৭৯ জন শুধু জুনের প্রথম ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই দুই সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের, যা বছরের মোট মৃত্যুর প্রায় অর্ধেক।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি আছেন ৭০৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৫৭৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১২৮ জন। এবার বর্ষার আগেই অন্যান্য বছরের চেয়ে আক্রান্তের হার বেশি হওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত শনিবার সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, এ বছর ডেঙ্গু আক্রান্ত যত জনের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে। এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।