Search
Close this search box.

বিএনপি দাওয়াত ছাড়াই নালিশ করতে বিদেশিদের কাছে যায়: ও. কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাওয়াত ছাড়াই বিদেশিদের কাছে যায়। রোববার (১৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দাওয়াত ছাড়াই বিদেশিদের কাছে যায় নালিশ করতে। আমরা দুই-একবার গেছি দাওয়াতে। দেশের বিরুদ্ধে নালিশ করার রাজনীতি আমরা করি না।

ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। মির্জা ফখরুলের কাছে এরকম অশ্লীল কথা আশা করি না। নির্বাচনকে কুত্তামারা নির্বাচন বলেছেন তিনি। এটা প্রত্যাহার করতে বলেছি।

মানুষ নির্বাচনে আগ্রহ হারাচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পৃথিবীর বহু উন্নত দেশে ৩০ শতাংশও ভোট হয় না। গাজীপুরে ৪৮ শতাংশ হয়েছে। যারা বলেন যে ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, এটা তাদের জন্য উদাহরণ। বিএনপি নিঃসন্দেহে একটি বড়ো দল। তারা না আসার পরও ভোটারের এই উপস্থিতিকে কম বলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, ওই যে রবীন্দ্রনাথের কাদম্বিনী মরিয়া প্রমাণ করলেন, তিনি মরেন নাই। সেরকম আওয়ামী লীগকে হেরে গিয়ে প্রমাণ করতে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আগামীতে ক্ষমতায় আসার জন্য বাইডেন-মোদীর সংলাপের দিকে তাকিয়ে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কারো দিকে তাকিয়ে নেই। আমরা তাকিয়ে আছি আমাদের জনগণের দিকে। বিদেশিরা আমাদের উন্নয়ন সহযোগী হতে পারে, তারা আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে এটি আমরা বিশ্বাস করি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমানুল্লাহ নূরী, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ