Search
Close this search box.

‘সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া দুঃখজনক’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার। আমাদের মন্ত্রণালয়ে মিটিং হয়। আন্তঃমন্ত্রণালয় মিটিং হয়। একাধিকবার মিটিং হয়েছে। আমরা সবাই কিন্তু বলেছি নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবো। কিন্তু বাস্তবে কেউ দায়িত্ব পালন করছেন না।

ঝটিকা অভিযানে এসে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলা ও জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টে এডিস মশার লার্ভা পায় ঢাকা
উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিদর্শন টিম। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।

এজন্য পেট্রোবাংলাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং জাহাঙ্গীর টাওয়ারের বেজমেন্টের কর্মচারীদের অফিস তালাবদ্ধ করে সংশ্লিষ্ট মালিকপক্ষকে সাক্ষাতের নির্দেশনা দেয় সিটি কর্পোরেশন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বাস্তবে যদি সরকারি প্রতিষ্ঠানের সবাই দায়িত্ব পালন করতেন তাহলে আজকে এই সরকারি প্রতিষ্ঠানে (পেট্রো বাংলা) এডিস মশার লার্ভা পাওয়া যেতো না। আমরা আজকে আরো অনেকগুলো ভবনে যাবো। আমার অনুরোধ চলুন সবাই নিজের অঙ্গন পরিষ্কার করি।

তিনি বলেন, পেট্রো বাংলাতে যে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে তা হয়তো লাগতো না, যদি তারা মাত্র ৫০০ টাকা খরচ করতো। তাদের দায়িত্ব ছিল এখানে ওষুধ ছিটিয়ে দেওয়া, একটু ব্লিচিং পাউডার, একটু কেরোসিন ব্যবহার করা। আমি মনে করি দায়িত্বটা সবাইকে নিতে হবে। দায়িত্ব কিন্তু একা সিটি কর্পোরেশনের না। আমি মনে করি এই শহর আমাদের সবার। এই শহরটাকে সবাইকেই ভালোবাসতে হবে।

আমরা এডিস মশা বিরোধী সচেতনতা বাড়ানোর জন্য মসজিদের খতিব, ক্যাডেট কোর, শিক্ষামন্ত্রীর মাধ্যমে স্কুল কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা মেসেজ দিচ্ছি যার যার প্রতিষ্ঠান অঙ্গন যেন আমরা পরিষ্কার রাখি। তাহলে কিন্তু আমরা এডিস মশা থেকে অনেকখানি রক্ষা পেতে পারি। এতে করে শহরবাসীও রক্ষা পাবেন।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, গত পরশু দিন আমরা রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে অভিযান পরিচালনা করেছি, সেখানকার অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে ২৭টা বিল্ডিংয়ের নিচে অভিযানে দেখেছি এডিস মশার লার্ভার চাষ হচ্ছে।

আজকে আমরা একটি সরকারি প্রতিষ্ঠান নাম পেট্রো বাংলা এসে দেখলাম এডিস মশার চাষ হচ্ছে। গ্রাউন্ড ফ্লোরে যেখানে গাড়ি রাখে, সেখানে ড্রেনে পানি। সেখানে মশার চাষ হচ্ছে। জাহাঙ্গীর টাওয়ারের নিচেও মশা চাষ হচ্ছে। যেখানে গাড়ি ঢুকছে জেনারেটর রয়েছে।

মেয়র অনুরোধ জানিয়ে বলেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি মাদ্রাসা, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, প্যাগোডা, বাসা-বাড়ি, আমরা নিজ নিজ অঙ্গন পরিষ্কার রাখি। আমরা কিছুদিন ধরে দেখছি কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা টেলিভিশন পত্রিকা অনলাইন খুললে ভয়াবহ পরিস্থিতির কথা জানতে চাচ্ছি।

মেয়র বলেন, আগস্ট মাসে ঢাকার পরিস্থিতি আরো ভয়ানক অবস্থা সৃষ্টির শঙ্কা রয়েছে। আমরা গতকাল জরিমানা করেছি প্রায় ৯ লাখ টাকা। তার আগের দিন জরিমানা করা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। অভিযান চলছে, চলবে। আমার অনুরোধ আপনারা জরিমানা না দিয়ে পরিষ্কার রাখুন নিজ নিজ অঙ্গন। আমরা যেখানেই এডিস মশার লার্ভা পাবো সেখানে জরিমানা করবো।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার। তিনি সংবাদকর্মীদের সামনে দুঃখ প্রকাশ করে বলেন, আরও ১০ থেকে ১২ দিন আগে তিনি এডিস মশা বিরোধী কার্যক্রমের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও ডিএনসিসির অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর দায় আমরা এড়াতে পারি না। যাদের কর্তব্য অবহেলা ছিল তাদের বিরুদ্ধে আমরা পরবর্তীতে মিটিং করে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ