Search
Close this search box.

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইরাদত মোল্ল্যা ওরফে ইরাদতকে (৮৫) গ্রেফতার করেছে র‌্যাব-৩। শুক্রবার (১৮ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোরের কোতয়ালী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০২১ সালের একটি মামলা রয়েছে। মামলা নং-০৩/২০২১।

পরে মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই তিনি নিজ এলাকা ছেড়ে যশোরে আত্মগোপনে চলে যান। র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল গতকাল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ