রাজধানীর যাত্রাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পূর্ব ঘোষিত কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকে ৪২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থেকে তাদের আটক করা হয়।
বিক্ষোভ মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জিয়াউল আহসান তালুকদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যাত্রাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি৷
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় বাধা, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, নেতাদের মুক্তি ও সারাদেশে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
এদিকে সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মিছিলে পুলিশের অতর্কিত গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ এবং অসংখ্য নেতাকর্মীদের আটক করে৷