Search
Close this search box.

যুক্তরাষ্ট্রের ভিসানীতি পুলিশের ওপর প্রভাব ফেলবে না: ডিএমপি মুখপাত্র

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশ পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না।

রোববার (২৪ সেপ্টেম্বর)  দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন,  ভিসানীতি নিয়ে গতকাল আমরা যে নিউজটি দেখেছি সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে।

তারা বলেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসানীতি প্রয়োগ করেছে।

এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি প্রয়োগ করেছে সে তালিকা কিন্তু আমরা পাইনি।

তিনি আরও বলেন, এখানে অবসরপ্রাপ্ত কোন পুলিশ সদস্য থাকতে পারে আবার অন্য কোন বাহিনীর সদস্য থাকতে পারেন। অথবা দায়িত্বে ঢাকার পুলিশ অফিসার বা অন্য কোন বাহিনীর সদস্যও হতে পারে।

যাদের বিরুদ্ধে ভিসানীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবে না।

বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা দুই লাখের বেশি। এ সদস্যদের মধ্যে কতজন যুক্তরাষ্ট্রে যেতে চায় আমার প্রশ্ন। খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখে অথবা ছেলেমেয়েদের পাঠানোর চিন্তা করে।

এ দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের ওপর এ ভিসানীতির কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ