Search
Close this search box.

পরিবার চাইলে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চাইতে পারে : জয়নুল আবেদীন

বিদেশে চিকিৎসার বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার চাইলে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চাইতে পারে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আজ সোমবার (২ অক্টোবর) তিনি এ তথ্য জানান।

আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তারা। বেগম খালেদা জিয়ার জীবন-মৃত্যুর দায় কেন নিচ্ছে সরকার, সেই প্রশ্নও তোলেন তিনি।

জয়নুল আবেদীন বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন নির্বাহী আদেশের যে অবস্থায় আছেন, তাতে করে আদালতে যাওয়ার সুযোগ নেই। আমরা সরকারকে বলেছি আপনারা আরও মানবিক হন। মানবিক হয়ে বেগম খালেদা জিয়ার জীবন বাঁচান।’ এর আগে, গতকাল রোববার বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে করা পরিবারের আবেদন নাকচ করে দেয় আইন মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারী কার্যবিধির যে ক্ষমতাবলে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই একই ক্ষমতাবলে তার বিদেশে চিকিৎসার আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ